কৃত্রিম বন্যায় ভাসছে শিলচর শহরের বেশ কিছু এলাকা

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সারারাত বৃষ্টি। শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত।
ঝুঁকি নিয়ে গাড়ি চালক সহ স্থানীয়রা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা যায়। শুধু তা, অনেকের ঘরেও জল ঢুকে পড়েছে। চরম দুর্ভোগে এসব এলাকার লোকরা।

শনিবার রাতে বৃষ্টিতে রবিবার সকালে শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কলেজ রোড, বিবেকানন্দ রোড সহ বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নতমানের  না থাকায় জমাজলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনগণের দাবি প্রশাসনের পক্ষ থেকে অতিসত্বর জমা জলের সমস্যার সমাধান না করলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Spread the News
error: Content is protected !!