জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিন বোন
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : বড়খলা বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর বাগানতল গ্রামে জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিন বোন। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর বাগানতল গ্রামের বাসিন্দা পিতৃহারা তিন কন্যা বিনা সিং ছেত্রী, উষা সিং ছেত্রী, জামাতা গোপাল সিং ছেত্রী জানান, কিছুদিন ধরে জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে আছে পরিবারের লোকরা।
তাঁরা বলেন, তাঁদের বাবা মারা যাওয়ার আগে জমি তিন কন্যার নামে করে গেছেন তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু শিলচরের কিছু জমি মাফিয়া ও দুষ্কৃতকারীরা তাঁদের ২৭ বিঘা জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি প্রদান করছে জমি মাফিয়ারা বলে অভিযোগ উত্থাপন করেন তিন বোন। এই হুমকির পর তাঁরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন বলেও জানান। অসহায় তিন কন্যা জেলা পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিক রায়ের কাছে ন্যায্য বিচারের দাবি জানান এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি রাখেন।