কাছাড়ের বড়খলার একটি ফার্মেসি থেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েক দিনের মধ্যেই ছয়জন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে জেলে পাঠানোর পর, বৃহস্পতিবার আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

বড়খলার একটি ফার্মেসি থেকে নিহার হোসেন মাঝারভূইয়া নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। অভিযোগ, বেঙ্গালুরুর একটি মেডিক্যাল কলেজের ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করা হয়। পরবর্তীতে মাঝারভূইয়াকে গ্রেফতার করা হয়।

Spread the News
error: Content is protected !!