দিল্লিতে প্রতাপ দেবের প্রদর্শনী ও গণেশ নন্দীর বই উন্মোচন ১০ সেপ্টেম্বর
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. গণেশ নন্দীর শিল্প সংক্রান্ত নতুন বই নয়াদিল্লিতে উন্মোচিত হচ্ছে। বরাকের পথিকৃৎশিল্পী প্রতাপ দেবের জীবন ও শিল্প নিয়ে লেখা বইটি আগামী ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পাঠকের দরবারে আসবে। শিল্পী প্রতাপ দেবের ৭০ বছরের শিল্পকর্ম নিয়ে দিল্লিতে আয়োজিত হচ্ছে বিশাল শিল্প প্রদর্শনী। মর্যাদাকর ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে পাঁচ দিনের প্রদর্শনীর প্রথম দিনই গণেশ নন্দীর ‘প্রতাপ দেব: এ লাইফ বর্ন ফর আর্ট’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচিত হবে। বইটির প্রকাশক এ অঞ্চলের উদীয়মান প্রকাশনা সংস্থা ‘শীতালং পাবলিকেশন।’

বলা যায়, শিল্পচর্চার পরিবেশ যখন প্রায় ছিল না, সেই অন্ধকার যুগেও বহু প্রতিভা শুধু নিজস্ব চেষ্টা, নিষ্ঠা ও সাহসের জোরে এই অঞ্চল থেকে বেরিয়ে গিয়ে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। করিমগঞ্জ (বর্তমান শ্রীভূমি) থেকে বেরিয়ে যাওয়া এমনই একজন কিংবদন্তি শিল্পী প্রতাপ দেব। ১৯৩২ সালে করিমগঞ্জে জন্মগ্রহণ করা প্রতাপ ১৯৫৬ সালে কলকাতা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে অ্যাপ্লাইড আর্টে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরে ভারত সরকারের কৃষি মন্ত্রকে চিফ আর্ট ডিরেক্টর হিসেবে ভারতের বহু চর্চিত সবুজ বিপ্লবের রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সফল প্রচারাভিযানের যাবতীয় পরিকল্পনা রূপায়িত হয় তাঁর হাত ধরেই। তাছাড়া শিল্পী হিসেবে অর্জন করেন দেশজোড়া খ্যাতি। শিল্প জগতে অসামান্য অবদানের জন্য তাঁকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করে অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি (আইফ্যাক্স)।

বরাকের এই অগ্রণী শিল্পীর জীবন ও কর্মের উপর আলোকপাত করে বইটি লিখেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. গণেশ নন্দী। মূলত, শিল্পীর ছেলে শুভেন্দু দেবের উদ্যোগেই আগামী ১০- ১৪ সেপ্টেম্বর, ২০২৫, নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে প্রয়াত প্রতাপ দেবের শিল্পকর্ম নিয়ে একটা বিশাল প্রদর্শনীর আয়োজন হয়েছে। এ নিয়ে বিরাট উৎসাহী শিল্প ও সংস্কৃতি মহল। প্রদর্শনীর প্রথম দিনে গণেশ নন্দীর লেখা ‘প্রতাপ দেব: এ লাইফ বর্ন ফর আর্ট’ দ্বিভাষিক (ইংরেজি ও বাংলা) বইটি উন্মোচিত হবে।
উল্লেখ্য, এ অঞ্চলের শিল্প, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে নিরলস গবেষণা চালিয়ে যাওয়া ডঃ গণেশ নন্দীর শিল্প সংক্রান্ত এটি ষষ্ঠ গ্রন্থ।