আসাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যারম্ভ অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় মক ড্রিল
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব টেকনোলজির উদ্যোগে আয়োজিত নবাগত শিক্ষার্থীদের বিদ্যারম্ভ অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলার পাঠ দেওয়া হল। গতকাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহায়তায় পড়ুয়াদের দুর্যোগ ব্যবস্থাপনার সংবেদনশীলতা ও প্রস্তুতি নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবাগত ছাত্রছাত্রীরা।

এদিন দুর্যোগ ব্যবস্থাপনার পাঠ দিতে উপস্থিত ছিলেন জেলার ডিডিএমএ ও এনডিআরএফের কর্মকর্তারা। তাঁদের অংশগ্রহণে আয়োজিত হয় দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত মক ড্রিল-ও। ছাত্রছাত্রীরাও দুর্যোগের সময় কী করণীয়, তা এই উপস্থাপনের মাধ্যমে সাধারণ জ্ঞান অর্জন করেন।
এই কর্মসূচির কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন ড. অরিজিতা প্রধান। এছাড়াও সমাজকর্ম বিভাগ থেকে এই কর্মসূচির সমন্বয়ে ছিলেন ড. রানা হুইরেম ও ড. কাথিরেসান। এই কর্মসূচি আয়োজনের উদ্যোক্তা ছিলেন স্কুল অব টেকনোলজির ডিন অধ্যাপক সুদীপ্ত রায়। বিশ্ববিদ্যালয় সূত্রে এখবর জানানো হয়েছে।