বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে বিশেষ বক্তৃতা আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগে বৃহস্পতিবার এক বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিষয় ছিল ‘বৈশ্বিক ও স্থানীয় প্রেক্ষাপটে বর্তমান বন্যপ্রাণী সংরক্ষণের চিত্র’। বক্তা ছিলেন উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা ‘আরণ্যক’-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক ড. বিভব কুমার তালুকদার। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান অধ্যাপক অপরাজিতা দে।
ড. তালুকদার পরিবেশ রক্ষায় নাগরিকদের সাংবিধানিক অধিকার ও দায়িত্বের ওপর আলোকপাত করেন। বিশেষভাবে তিনি অনুচ্ছেদ ২১ (জীবনের অধিকার) ও অনুচ্ছেদ ৫১(ক)(জি) (পরিবেশ রক্ষার মৌলিক কর্তব্য)-এর প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি শিক্ষার্থী ও নবীন গবেষকদের জন্য ওয়াইল্ডলাইফ বায়োলজি ও পরিবেশবিদ্যায় সম্ভাবনাময় সুযোগগুলির কথা তুলে ধরে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি সরকারি ও জনসচেতনতামূলক নানা উদ্যোগের কথা উল্লেখ করেন।
আরণ্যক পরিচালিত বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের উল্লেখ করে ড. তালুকদার গণ্ডার, বাঘ, হুলুক গিবন, সোনালি বানর ও হাড়গিলা সারস পাখির মতো গুরুত্বপূর্ণ প্রাণী সংরক্ষণের প্রচেষ্টার বিস্তারিত বর্ণনা দেন। বক্তৃতার এক গুরুত্বপূর্ণ অংশে ড. তালুকদার শিকার ও পাচারের হুমকি এবং এর সুদূরপ্রসারী পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবৈধ বন্যপ্রাণ বাণিজ্য রুখতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. পান্না দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষক প্রিয়াঙ্কা সরকার।

