শিলচরে সারস্বত ও আজকের প্রজন্ম থিয়েটারের উদ্যোগে দু’দিনব্যাপী নাট্যোৎসব
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : সারস্বত ও আজকের প্রজন্ম থিয়েটারের যৌথ উদ্যোগে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর শিলচরের বঙ্গ ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে একটি দু’দিনব্যাপী নাট্যোৎসব। এই উৎসবে বরাক উপত্যকার বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার স্থানীয় বঙ্গ ভবনে এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, নবীন ও প্রবীণ নাট্যশিল্পীদের সম্মিলনে এবং বরাক উপত্যকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রেখেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবের প্রথম দিন, ৬ সেপ্টেম্বর, মঞ্চে পরিবেশিত হবে নাট্যভূমি আগরতলার “অনুকূল অতঃপর” এবং আজকের প্রজন্ম থিয়েটারের “চাবি অফিসার” নাটক দুটি। পরদিন, ৭ সেপ্টেম্বর, সন্ধ্যায় মঞ্চস্থ হবে বিবর্তন থিয়েটারের “নৌকাডুবি” এবং নাট্যভূমি আগরতলার পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের “রক্তকরবী”।
উৎসব সফল করতে ও সাংস্কৃতিক এই আয়োজনে প্রাণ সঞ্চার করতে সকল নাট্যপ্রেমী দর্শকের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন উদ্যোক্তারা। এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থি ছিলেন সারস্বত-র সভাপতি পার্থ চক্রবর্তী, সম্পাদক শান্তনু সেনগুপ্ত, আজকের প্রজন্ম থিয়েটারের সভাপতি সায়ন বিশ্বাস ও সম্পাদক শোভন সহ অন্য়ান্যরা।