“মুখ্যমন্ত্রীর একটি কুঁড়ি, দু’টি পাতা” প্রকল্পের সূচনা শিলচরেও 

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মে : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এক রাজ্যব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে “মুখ্যমন্ত্রীর একটি কুঁড়ি, দু’টি পাতা” নামক বিশেষ কল্যাণমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের ৭,০৫,৭১৩ জন চা-বাগান শ্রমিক ও কর্মচারী প্রত্যেকে ৫,০০০ করে এককালীন আর্থিক সহায়তা পাবেন।

“মুখ্যমন্ত্রীর একটি কুঁড়ি, দু’টি পাতা” প্রকল্পের সূচনা শিলচরেও 

চা শিল্পে কর্মরত জনগোষ্ঠীর দীর্ঘকালীন অবদানকে সম্মান জানিয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। চা শিল্প অসমের ঐতিহ্য ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এই প্রকল্প সেই শ্রমিকদের প্রতি সরকারের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এ উপলক্ষে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে রাজ্যের বিভিন্ন জেলার মন্ত্রী, বিধায়ক এবং উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

“মুখ্যমন্ত্রীর একটি কুঁড়ি, দু’টি পাতা” প্রকল্পের সূচনা শিলচরেও 

কাছাড় জেলার পক্ষ থেকে জেলা কমিশনার কার্যালয়ে অবস্থিত ভিডিও কনফারেন্স কক্ষ থেকে এই বৈঠকে অংশগ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন দুই বিধায়ক মিহিরকান্তি সোম ও  দীপায়ন চক্রবর্তী, জেলা কমিশনার মৃদুল যাদব, নির্বাচন আধিকারিক ও নোডাল অফিসার মাসিত টোপনো, সহকারী কমিশনার তথা তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-সঞ্চালক দীপা দাস। এছাড়াও আরও একাধিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

“মুখ্যমন্ত্রীর একটি কুঁড়ি, দু’টি পাতা” প্রকল্পের সূচনা শিলচরেও 

বৈঠকে মুখ্যমন্ত্রী আসন্ন বর্ষা ও বন্যা মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি সম্পর্কেও পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভাগসমূহকে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চা-বাগানের শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের সম্মান ও মর্যাদাকে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।

Author

Spread the News