বাংলাদেশপ্রীতি দেখালে কখনও বরদাস্ত করবে না সরকার : মুখ্যমন্ত্রী
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার পাথারকান্দিতে ঐতিহাসিক সফরে মুন্ডমালা সভামঞ্চে সোমবারের নির্ধারিত সরকারি কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের মহিলা উদ্যোমিতা প্রকল্পের আওতায় প্রায় ৩৫ লক্ষ আত্মসহায়ক দলের মহিলা উপকৃত হচ্ছেন। ধাপে ধাপে অন্যান্য কেন্দ্রে চেক বিতরণ করা হবে। এর প্রথম পর্যায়ে ৩,৩৫০০ কোটি টাকারও বেশি ব্যয় নির্ধারণ করেছে সরকার।ড. শর্মা বলেন, বিজেপি সরকারের আমলে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। সর্বত্র সমানভাবে কাজ হচ্ছে, আর বারবার বরাক সফরে গিয়ে তিনি উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন। তাঁর ভাষায় বিজেপি আমলে সবাই খুশিতে রয়েছেন।
মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান বলেন হিন্দুর পরিচয় কেবল হিন্দু। বাঙালি হিন্দু, অসমিয়া হিন্দু বা গুজরাঠি হিন্দু বলে বিভাজন করা দুঃখজনক।প্রকৃত মুসলিম যারা ভারতের আইন ও সংস্কৃতি মেনে চলছেন, তাঁদের নিয়ে সরকারের কোনও আপত্তি নেই। তবে বরাক উপত্যকায় যারা বাংলাদেশি রেডিও শোনেন বা বাংলাদেশপ্রীতি দেখান, তাদের কখনও বরদাস্ত করবে না অসম সরকার।
তিনি আরও ঘোষণা করেন, শুধু পাথারকান্দি নয়, গোটা বরাক উপত্যকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। একইসঙ্গে বাংলাদেশিদের পাকড়াও করে বাংলাদেশি নাগরিকদের পুশব্যাক কার্যক্রমও জোরদার হয়েছে।সমাগত দুর্গাপূজার আগেই বরাক উপত্যকার তিন জেলার রাস্তাঘাট সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ফের প্রার্থী করার ইঙ্গিতও দিলেন মতবিনিময়ের সময় তিনি ইঙ্গিত দেন যে, পাথারকান্দিতে পুনরায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে প্রার্থী করা হবে মুখ্যমন্ত্রীর ভাষায়, কৃষ্ণেন্দু একজন দক্ষ ও যোগ্য নেতৃত্ব। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ কে কোন আসনে দলীয় মনোন্যন দেওতা হবে এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী মজার ছলে উপস্থিত সাংবাদিক দের বলেন আপনার যেখানে বলবেন সেই আসনে তাকে টিকিট দিয়ে দেবো।
শ্রীভূমি নাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য হল, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. শর্মা বলেন শ্রীভূমি’ নামটি আমি দিইনি, দিয়েছেন নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে বা যারা এই নাম নিয়ে আপত্তি করছেন, তারা আসলে রবি ঠাকুরকে চ্যালেঞ্জ করছেন। তাদের প্রতি আমার নমস্য।

