কাটিগড়া এমজি মডেল হাসপাতালে লায়ন্স ক্লাবের শিবিরে ২৬০ রোগীর চক্ষু পরীক্ষা
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং শিলচর লায়ন্স চক্ষু হাসপাতাল ও বিভিসিএলের সহযোগিতায় সোমবার কাছাড়ের কাটিগড়া এমজি মডেল হাসপাতালে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ২৬০ জন রোগী নাম নথিভুক্ত করেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরীক্ষায় ৫১ জন রোগীর চোখে ছানি ধরা পড়ে। এর মধ্যে ২১ জন রোগীকে সঙ্গে সঙ্গে শিলচর লায়ন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রা অকুলার লেন্স (আইওএল) সার্জারির জন্য পাঠানো হয়। বাকিদের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর সার্জারির দিন নির্ধারিত হয়েছে। এছাড়া শিবিরে উপস্থিত ৮০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের বরিষ্ঠ কর্মকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর, গুরু নন্দন ঘোষ, সমরজিৎ চক্রবর্তী, অভয় জৈন ও শমীন্দ্র পাল। সক্রিয় সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক অনুরাধা বোস ও সৌগত দে, চিকিৎসক মঞ্জুরুল হক। সারাদিন ধরে শিলচর লায়ন্স আই হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা রোগীদের চোখ পরীক্ষা করেন। স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বদরপুর গ্রেটার লায়ন্স ক্লাবের উদ্যোগে চলতি বছরে তৃতীয় চক্ষু শিবির, আরও ১২টির পরিকল্পনা
উল্লেখ্য, চলতি ২০২৫-২৬ লায়নস্টিক বছরে এটি ক্লাবের তৃতীয় বিনামূল্যে চক্ষু শিবির। এর আগে ১১ আগস্ট দেবেন্দ্রনগর বিভিসিএল হেলথ সেন্টারে ৮১ জন সাধারণ মানুষের চোখ পরীক্ষা করা হয়েছিল, যেখানে ১৫ জন ছানি রোগী শনাক্ত হয়ে শিলচরে বিনামূল্যে আইওএল সার্জারির জন্য প্রেরিত হন। একই শিবিরে ৩৬ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। তারও আগে ৭ জুলাই বদরপুরের টেনিস গ্রাউন্ড কলোনীস্থ অখণ্ড মণ্ডলীতে অনুষ্ঠিত হয়েছিল চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির, যেখানে ১৩৮ জন রোগীর মধ্যে ২২ জন ছানি রোগী শনাক্ত হন এবং তাঁদেরও বিনামূল্যে সার্জারি করা হয়েছিল। পাশাপাশি, ৬২ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এইভাবে সোমবারের শিবিরসহ মোট তিনটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন হয়েছে। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পিআরও শমীন্দ্র পাল জানান, চলতি বছরে মোট ১২টি বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অস্ত্রোপচার শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে।