উধারবন্দে ভাইপোকে কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার চেষ্টা, মামলা
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : ভাইপোকে কাঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার চেষ্টা চালালো দুই যুবক। লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাতে উধারবন্দ পাঁচমাইলে। গুরুতর আহত হয়ে মেডিক্যালে চিকিৎসাধীন অলিউল্লাহ বড়লস্কর নামে কিশোরটি। তার হাতে, গলায়, পিঠ সহ একাধিক স্থানে কাঁচির কোপ রয়েছে।
সোমবার কিশোরের বাবা আব্দুল ওয়াহিদ বড়লস্কর উধারবন্দ থানায় এফআইআর দায়ের করেন। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় বুরহান উদ্দিন বড়লস্কর ওরফে লাকি এবং এমাদ উদ্দিন বড়লস্কর কৌশলে তাঁর ছেলেকে একটি দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে কথোপকথনের একপর্যায়ে দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এরপর হঠাৎই দুই অভিযুক্ত মিলে কাঁচি দিয়ে অলিউল্লাহর বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন অংশে একের পর এক আঘাত হানে। এমনকি গলায় প্রাণঘাতী আঘাত করার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন। তিনি বলেন, ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে। তিনি দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি রাখেন।
এ ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যায়, দুই অভিযুক্ত ওয়াহিদের খুড়তুতো ভাই।

