ললিত কলা অ্যাকাডেমি এবং খোঁজের অঙ্কন প্রতিযোগিতা
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মালুগ্রামে শিলচর ললিত কলা অ্যাকাডেমির পরিচালনায় এবং খোঁজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অঙ্কন কলা প্রতিযোগিতায় অষ্টম শ্রেণী উর্ধ্ব বিভাগে প্রথম স্থান পেয়েছে রাজদীপ রায়। দ্বিতীয় হয় মেহেক বেগম। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী গ্রুপে প্রথম হয়েছে অদিতি ভার্মা, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে জেনিফা খাতুন ও তন্ময় ভার্মা।
প্রথম থেকে তৃতীয় শ্রেণী বিভাগে প্রথম স্থান অর্জন করেছে রিষিকা রায়। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে সাক্ষী দাস ও দীপ দত্ত। এছাড়াও কচিকাঁচাদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেয় অনুষ্কা রায়, রাজবীর রায়, মনীষ রায়, সাহিদা বেগম, শ্রীজন ধর, আব্দুল কাদির ও পুনম রবিদাস। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির সভাপতি অরুণ কুমার পাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রেখেছেন অরুণ কুমার পাল সহ খোঁজের সচিব সজল লস্কর, মালুগ্রাম ভৈরববাড়ি পরিচালন সমিতির সম্পাদক তথা শিলচর ডিএসএ-র সহ সচিব অরিজিত গুপ্ত, প্রাক্তন ফুটবলার অতনু চৌধুরী এবং ললিত কলা অ্যাকাডেমির অধ্যক্ষ কল্লোল চৌধুরী।