স্বাধীনতা সংগ্রামে অসমের চা–শ্রমিকদের অবদান অনস্বীকার্য : মুখ্যমন্ত্রী

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ঘুংগুর বাইপাস পয়েন্টে শহিদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন মুখ্য়মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার মূর্তি উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৮৬৭ সালে মঙ্গল পাণ্ডের বিদ্রোহের মাধ্যমে ভারতবর্ষে শুরু হয়েছিল মূল স্বাধীনতা সংগ্রাম। মাত্র ৩০ বছর বয়সে তিনি আত্মবিধান দিয়েছিলেন এবং তার এই বলিদান বৃথা যায়নি। ইংরেজরা তাকে ফাঁসি দেওয়ার পর গোটা দেশের সিপাহীরা বিদ্রোহ করেছিল এবং এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কংগ্রেসের স্বাধীনতা আন্দোলনের অনেক আগে মঙ্গল পাণ্ডের হাত ধরেই শুরু হয়েছিল ভারতবর্ষের মূল স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের প্রথম শহিদের মূর্তি উন্মোচন করতে পেরে আমি ধন্য বোধ করছি। মঙ্গল পাণ্ডের সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়ে জ্বলে ওঠা সিপাহী বিদ্রোহের শিখা ভারতের নানা প্রান্তের সঙ্গে অসমকেও ছুঁয়ে গিয়েছিল। এই মূর্তি শুধু মঙ্গল পাণ্ডের বীরত্বের ঐতিহ্যকেই অমর রাখবে না, বরং স্বাধীনতার প্রথম যুদ্ধে বরাক উপত্যকার অমূল্য অবদানকে স্মরণ করিয়ে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামে অসমের চা–শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বরাক উপত্যকার চা–বাগান শ্রমিকদের ঐতিহাসিক ‘মুলুক চলো আন্দোলন’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে বরাক উপত্যকার লোকেদের বিশেষ অবদান রয়েছে। বিশেষ করে চা–শ্রমিকরা যেভাবে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আত্মবলিদান দিয়েছিলেন, সেই ইতিহাস আমাদের সর্বদা মনে রাখা উচিত।

দিন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ, কৃপাণাথ মল্লাহ, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ও নিহার রঞ্জন দাস, শিলচর এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ বৈদ্য, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন শহীদ মঙ্গল পান্ডে মূর্তি স্থাপন কমিটির সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, উপদেষ্টা অমিতাভ রায়, কার্যকরী সভাপতি মনোয়া সিং এবং মহাসচিব প্রদীপ কুমার কুর্মি প্রমুখ।

এ দিকে, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, শিলচরে ফ্লাইওভারের কাজ সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে শুরু হবে এবং শিলচরে পুর নির্বাচন অক্টোবরের মাঝামাঝি করা হবে। এও বলেন, বাংলা ভাষাকে ভারতের প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন, কে বলল বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি। আরও বলেন, কয়েক দিনের মধ্যে শিলচর মেডিক্য়াল কলেজের রাস্তার কাজ শুরু করা হবে। তিনি রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের প্রসঙ্গ টেনে বলেন, সুস্মিতা দেবের তো কোন কাজ নেই তাই বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলেন। বিজেপি সরকার সব সময় বাঙালিদের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও কাজ করে যাবে। শেষে বলেন, বরাক উপত্যকায়ও কিছুদিনের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু হবে। অবৈধ ভাবে দখল করা জমি উদ্ধার করা হবে।

Spread the News
error: Content is protected !!