উধারবন্দের বিএসএফ জওয়ান রাজীব নুনিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : জম্মু-কাশ্মীরে হড়পা বানে ওয়াচ টাওয়ার ভেঙে শহিদ হওয়া বিএসএফ জওয়ান উধারবন্দ দয়াপুর বাজারঘাট এলাকার বাসিন্দা রাজীব নুনিয়ার (২২) নিথর দেহ পৌঁছল। শুক্রবার সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে কাছাড়ের জেলা কমিশনার, সিনিয়র পুলিশ সুপার, বিএসএফ আধিকারিকরা উপস্থিত থেকে মৃতদেহ নিয়ে দয়াপুরে পৌঁছেন। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়।

শহিদ রাজীব নুনিয়াকে জেলা কমিশনার মৃদুল যাদব, সিনিয়র পুলিশ সুপার নুুুমাল মাহাত্তা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আধিকারিক তথা ধলাই সমজেলা কমিশনার রক্তিম বরুয়া, উধারবন্দ সার্কল অফিসার ঋতুরাজ বরঠাকুর, বিএসএফের পক্ষ থেকে মাছিমপুর ব্যাটালিয়নের ডিসি গণেশ দত্ত, ডিআইজি সিপি মাওলং, উধারবন্দ থানার ওসি সি তিমুং, সিআরপিএফের পক্ষেও শেষ শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ ছাড়াও উপস্তিত থেকে শেষ শ্রদ্ধা জানান উধারবন্দ সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে শিবাশিস চক্রবর্তী, রাফিউল আলম রিন্টু, শিবাজী ধর, বিজিত দাস, হিতাংশু শীল, নঈম হোসেন বড়ভূইয়া, স্নেহাংশু তালুকদার। ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য, ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, ললিত গোয়ালা, তাপস দাস, পল্লব সিংহ যাদব, বিজেপির পক্ষ থেকে নীলাভ মৃদুল মজুমদার, মিঠুন নাথ, প্রবাল চন্দ, প্রসেনজিৎ ভট্টাচার্য, নবারুণ চক্রবর্তী, রূপন চক্রবর্তী সহ অনেকে। নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকেও এদিন প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মিত্রা সেন সন অন্যান্যরা। উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জগন্নাথ রায়, নেপাল সিংহ, সুধাংশু দাস। তাঁর পরিবার, সহকর্মী এবং সমগ্র সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর সমবেদনা। শেষে গান স্যালুট দিয়ে অন্তিম বিদায় জানানো হয়।

উল্লেখ্য, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের আখনুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় মৃত্যু ঘটে রাজীবের। ঘটনার সময় রাজীব সহ আরও দু’জন সেখানে কর্তব্যরত ছিলেন। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বন্যার সৃষ্টি হয়। বন্যার জলের তোড়ে ওয়াচ টাওয়ার ভেঙে পড়লে রাজীব নিচে পড়ে যান। ওয়াচ টাওয়ার তাঁর উপর পড়ে যায়।
যদিও ঘটনার পর বেশ কিছুক্ষণ রাজীবের খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলের দিকে বিএসএফের পক্ষ থেকে তাঁর বাবা রাজেন্দ্রপ্রসাদের কাছে ছেলের নিখোঁজ হওয়ার সংবাদ জানানো হয়। এরপর বুধবার তাঁর মৃতদেহ উদ্ধারের খবর জানানো হয়। পরিবারে রয়েছেন মা,বাবা, দুই বোন। বছর দেড়েক আগে চাকরি পেয়ে ছিলেন রাজীব নুনিয়া।