খোয়াই সীমান্তে জঙ্গলে লুকানো অবৈধ ১৫ বস্তা কাপড় উদ্ধার পুলিশের

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : খোয়াই সীমান্তে পাচারের বিরুদ্ধে অভিযানে আরও এক বড়সর সাফল্য পেল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই আউটপোস্টের পুলিশ লালছড়া এলাকার এক জঙ্গল থেকে ১৫ বস্তা অবৈধ কাপড় উদ্ধার করেছে। পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ কাপড় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেখানে মজুত করা হয়েছিল। বৃহস্পতিবার খোয়াই আউটপোস্টের ইনচার্জ রঞ্জিত সরকারের কাছে গোপন সূত্রে খবর আসে, লালছড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাপড় পাচারের জন্য মজুত করা হয়েছে। সেই খবরের ভিত্তিতেই তিনি এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে লালছড়ার বাসিন্দা সঞ্জু ভুঁইয়ার বাড়ির সংলগ্ন এক পরিত্যক্ত জঙ্গলে অতর্কিতে হানা দেন।

জঙ্গলের ভেতরে তল্লাশি চালিয়ে পুলিশ ১৫টি বড় বস্তায় ভরা বিপুল পরিমাণ শাড়ি ও অন্যান্য পোশাক উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযান শেষে খোয়াই আউটপোস্টের ইনচার্জ রঞ্জিত সরকার সাংবাদিকদের জানান, “আমাদের কাছে নির্দিষ্ট খবর ছিল যে, পাচারের উদ্দেশ্যে এখানে কাপড় মজুত করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই এবং ১৫ বস্তা কাপড় উদ্ধার করতে সক্ষম হই। আমরা বাজেয়াপ্ত করা সামগ্রী থানায় নিয়ে এসেছি এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছি।”

তিনি আরও জানান, এই পাচার চক্রের সাথে কারা জড়িত, তা খুঁজে বের করতে এবং মূল পাণ্ডাদের কাছে পৌঁছাতে তদন্ত চলছে। খোয়াই সীমান্তে পুলিশের এই সক্রিয়তায় পাচারকারীদের রাতের ঘুম উড়েছে, তা বলাই বাহুল্য।

Spread the News
error: Content is protected !!