শিশুর সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে আগরতলায় সম্মেলনে উত্তর-পূর্বের ৮ রাজ্য, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার ডাক মন্ত্রী-মুখ্যমন্ত্রীর

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ”—এই মন্ত্রকে পাথেয় করে শিশুদের সার্বিক সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল এক উচ্চ পর্যায়ের উত্তর-পূর্বাঞ্চলীয় আঞ্চলিক সম্মেলন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) এবং ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উত্তর-পূর্বের আটটি রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “আজ একটি শিশুর সঠিক পরিচর্যা হলে, সে আগামী দিনে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমাদের সরকার প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, যত্নশীল এবং ক্ষমতায়নের পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, NCPCR-এর চেয়ারপার্সন তৃপ্তি গুর্হা সহ অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিরা। মন্ত্রী টিঙ্কু রায় তাঁর ভাষণে বলেন, “শিশুদের সার্বিক বিকাশ, অধিকার সুরক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে আজকের এই সম্মেলন এক নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যকর কর্মপন্থা নির্ধারণে সহায়ক হবে।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, সুরক্ষিত ও সুযোগসমৃদ্ধ সমাজ গড়ে তোলার অভিযাত্রায় এই সম্মেলন নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

Spread the News
error: Content is protected !!