স্কুলে বন্দুকধারীর হামলায় দুই শিশুর মৃত্যু, আহত হয়েছে ১৭ জন

২৮ আগস্ট : যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে এক বন্দুকধারীর হামলায় ৮ ও ১০ বছর বয়সের দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৭ জন, যাদের মধ্যে ১৪ জনই শিশু। সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার সকালে অ্যানুনসিয়েশন ক্যাথলিক স্কুলে গির্জার জানালা ভেদ করে বন্দুকধারী গুলি চালায়। পরে সে নিজের গুলিতে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, বন্দুকধারীর বয়স কুড়ির কোঠায় এবং তার কাছে রাইফেল, শটগান ও পিস্তল ছিল। তার অপরাধের কোনও ইতিহাস নেই। সে একাই হামলা চালিয়েছিল।পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা এই হামলার ঘটনাকে ‘শিশু ও উপাসনাকারীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সংঘটিত সহিংস কার্যকলাপ’ বলে অভিহিত করেছেন। হামলার উদ্দেশ্য কি ছিল তা এখনও খতিয়ে দেখছে পুলিশ।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!