বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত, গ্রেফতার যুবক
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : কাছাড় পুলিশের বিশেষ অভিযান আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার হল। ল এক পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কাছাড় জেলা পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। লক্ষীপুর থানার অধীন বড়মামদা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একটি টাটা এসি গাড়ি নং (AS011 BC/8769) আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি চেম্বারের ভেতর থেকে ৩০টি সাবান কেস উদ্ধার করা হয়, যাতে প্রায় ৪১৬ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ কাণ্ডে পুলিশ আটক করে বকতার হোসেন লস্কর নামে এক যুবককে। তার বাড়ি ডুংরিপার প্রথম খণ্ডে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য আনুমানিক ২ কোটি ৮ লাখ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, হেরোইনের এই চালান আইজল থেকে অবৈধভাবে আনা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, মাদক পাচারচক্রের সঙ্গে কারা জড়িত এবং এটির গন্তব্য কোথায় ছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।