আমতলীতে মাটির নিচ থেকে উদ্ধার ৪টি অত্যাধুনিক পিস্তল! চাঞ্চল্য
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : আগরতলার আমতলীতে এক রুদ্ধশ্বাস অভিযানে মাটির নিচ থেকে উদ্ধার হল চারটি অত্যাধুনিক পিস্তল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ কিছুক্ষণ আগেই উত্তর মধ্যপাড়া এলাকার দীপঙ্কর সেনের বাড়িতে এই অভিযান চালায়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আমতলী থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশাল দল দীপঙ্কর সেনের বাড়ি ঘিরে ফেলে। অভিযানে উপস্থিত ছিলেন খোদ পশ্চিম জেলার পুলিশ সুপারও। পুলিশ নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাড়ির ভেতরে একটি ঘরে মাটি খোঁড়ার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে একে একে বেরিয়ে আসে চারটি অত্যাধুনিক পিস্তল, যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশ কর্তাদের।
পুলিশ ইতিমধ্যে দীপঙ্কর সেনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এতগুলি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসন মনে করছে, এর পেছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।