ধস : বৈষ্ণোদেবী মন্দিরের ৬ পুণ্যার্থী সহ দশ জনের মৃত্যু

২৬ আগস্ট : কয়েকদিন আগেই হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার। তার দিন তিনেক পর মেঘভাঙা বৃষ্টিতে ধস নেমে কাঠুয়ায় প্রাণ যায় কয়েকজনের। সেই ভয়াবহতার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি উপত্যকাবাসী। এরইমধ্যে ভারি বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু। মঙ্গলবার বৃষ্টির জেরে ধসও নামে ডোডা জেলায়। ১০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ৬ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের তরফে এক্স হ্যান্ডলে বলা হয়েছে, ভারী বৃষ্টির জেরে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ইন্দ্রপ্রসস্থ ভোজনালয়ের সামনে ধস নামে। ৬ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। উদ্ধারকাজ চলছে। বৈষ্ণোদেবী যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ধসের জেরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। এবং হড়পা বানে মৃত্যু হয়েছে ২ জনের। মেঘভাঙা বৃষ্টির কথাও জানা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে নদীর ধারে বসবাসকারীদের সরে যেতে বলা হয়েছে। একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।

Spread the News
error: Content is protected !!