জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত হচ্ছেন ত্রিপুরার বিদিসা মজুমদার

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : এ শুধু একজন শিক্ষকের সম্মান নয়, এ হল গোটা ত্রিপুরার গর্ব। রাজধানী আগরতলার চাকচিক্য থেকে দূরে, গোমতী জেলার এক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যিনি প্রতিদিন জ্ঞানের আলো জ্বালিয়ে চলেছেন, সেই বিদিসা মজুমদার এবার পেতে চলেছেন দেশের সর্বোচ্চ শিক্ষক সম্মান। হরিয়ানন্দ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষিকা তাঁর নিষ্ঠা, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি এবং ছাত্রছাত্রীদের প্রতি অকৃত্রিম ভালোবাসার জোরেই আজ জাতীয় শিক্ষক পুরস্কারের মঞ্চে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে চলেছেন।

আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের পুণ্য লগ্নে, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে যখন তিনি এই সম্মান গ্রহণ করবেন, সেই মুহূর্তটি হবে ত্রিপুরার শিক্ষাজগতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সারাদেশে থেকে নির্বাচিত ৪৫ জন সেরা শিক্ষকের মধ্যে বিদিসা মজুমদারের এই স্থান করে নেওয়া প্রমাণ করে, প্রতিভা বা নিষ্ঠা কোনো ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা করে না।

এই পুরস্কার শুধু একটি প্রশংসাপত্র, ৫০ হাজার টাকা বা রৌপ্য পদক নয়; এই পুরস্কার হলো হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ার কারিগরের প্রতি সমগ্র দেশের বিনম্র কৃতজ্ঞতা। বিদিসা মজুমদার আজ শুধু একজন শিক্ষিকা নন, তিনি ত্রিপুরার সেই আলোকবর্তিকা, যাঁর আলোয় আগামী প্রজন্ম পথ দেখবে। তাঁর এই সাফল্য রাজ্যের প্রতিটি শিক্ষককে নতুন করে অনুপ্রাণিত করবে বলে অভিমত শিক্ষক সমাজের।

Spread the News
error: Content is protected !!