ইমরানের মৃত্যু : দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সভা

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : সদ্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ধলাই-খুলিছড়া বাজারে এক বিশাল প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদী সভায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে খুনিদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রতিবাদী জনতা জেলা আয়ুক্তের উদ্দেশ্যে গণস্বাক্ষর-সহ একটি স্মারকলিপি পেশ করেন, যেখানে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং নিহত ইমরানের পরিবারের সুরক্ষার দাবি জানানো হয়েছে।

সভায় বক্তারা ইমরান হোসেনের জীবন ও তাঁর জনসেবার কথা তুলে ধরেন। তাঁকে একজন উদীয়মান রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সদা হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে স্মরণ করা হয়। বক্তারা বলেন, ইমরানের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে শুধু তাঁর পরিচিত মহলই নয়, সমগ্র ধলাইয়ের মানুষ গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ।

ইমরানের মৃত্যু : দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সভা

প্রতিবাদী জনতা স্মারকলিপির মাধ্যমে কাছাড়ের জেলা আয়ুক্ত, সিনিয়র পুলিশ সুপার, এবং ধলাই সমজেলা শাসকের কাছে কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করেছেন। দাবিগুলো হল খুনিদের ফাস্ট-ট্র্যাক কোর্টে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করা হোক, অভিযুক্তদের পক্ষে যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। নিহত ইমরান হোসেনের পরিবার, বিশেষ করে তাঁর দুই অবুঝ সন্তানের নিরাপত্তা, শিক্ষা এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। সন্তানের ভরণপোষণের দায়িত্ব যেন স্বামী হত্যাকারী রিনা বেগমকে কোনও অবস্থাতেই দেওয়া না হয়।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ও নজরদারি বাড়াতে হবে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতারের পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ, খাবারের সাথে ব্যবহৃত বিষের ধরণ যাচাই, এবং হত্যায় ব্যবহৃত জিনিসপত্র উদ্ধারের দাবি জানানো হয়েছে। প্রতিবাদী জনতা আশা প্রকাশ করেছেন যে, প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার দ্রুত এবং সঠিক বিচার করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়।

ইমরানের মৃত্যু : দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সভা

উল্লেখ্য, গত ১০ আগস্ট ইমরান হোসেন বড়ভূইয়ার রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে হৃদরোগে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও, প্রায় ১১ দিন পর ইমরানের স্ত্রী রিনা বেগম এবং তার প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলে জানা যায় যে তাকে খাবারে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর কবর থেকে ইমরানের লাশ তুলে ময়নাতদন্ত করা হয়। এই ঘটনায় তার স্ত্রী রিনা বেগম, ড্রাইভার বশিরুজ্জামান লস্কর এবং আরও কয়েকজন আত্মীয় জড়িত বলে অভিযোগ উঠেছে। এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ধলাইয়ের জনগণ ক্ষুব্ধ এবং আতংকিত। তারা খুনিদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!