সৈয়দা হামিদের মন্তব্যে তোলপাড় রাজ্য

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : বর্তমানে রাজ্যে বিশেষ চর্চায় রয়েছে পরিকল্পনা আয়োগের প্রাক্তন সদস্যা সৈয়দা হামিদের মন্তব্য। সম্প্রতি তিনি গুয়াহাটিতে আয়োজিত অসম নাগরিক সম্মেলনের এক সভায় অংশ নিয়ে বড় মন্তব্য করেছেন। তাঁর মতে, বাংলাদেশিরা অসমে থাকায় আপত্তি থাকা উচিত নয়। কারণ তারা কারও ক্ষতি করেনি, কারও অধিকার কেড়ে নেয়নি। অসমে উপস্থিত হয়ে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই মহিলার মন্তব্য এখন বিশেষ সাড়া তুলেছে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি দিল্লিতে থাকি, কিন্তু আমার মন এখানে মুসলমানদের সঙ্গেই আছে। এখানে মুসলমানদের যে অবস্থা তা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশি হলে সমস্যা কোথায়? বাংলাদেশিরাও মানুষ। পৃথিবী এত বড়, বাংলাদেশিরা এখানে থাকতে পারে। বাংলাদেশিরা কারও অধিকার কেড়ে নেয়নি। বরং তাদেরই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা বলা মানবতার পক্ষে ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “আল্লাহ এই পৃথিবী মানুষদের জন্য সৃষ্টি করেছেন, পাথরের জন্য নয়। গোয়ালপাড়ায় যা ঘটছে, আমি যেখানে থাকি জামিয়াত, সেখানেও উচ্ছেদ চলছে। মুসলমানদের জন্য এটা এক অবিচার। আমরা হিন্দু, খ্রিস্টান, শিখ— সবাইকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই সরকার হত্যাকাণ্ড চালাচ্ছে। ঈশ্বর ক্ষমা করবেন না। একদিন এর শেষ হবে। মানবতাকেই সবসময় সর্বোচ্চ স্থানে রাখতে হবে।”

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “সৈয়দা হামিদা সোনিয়া গান্ধীর বন্ধু। ড. মনমোহন সিংয়ের আমলে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। তরুণ গগৈ তাঁকে বহুবার অসমে আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং কংগ্রেস দল এবং এই সবের থেকে আমাদের আলাদা থাকতে হবে। যদি এভাবে চলতে থাকে, একদিন আমরা অসমিয়ারা বাংলাদেশে যেতে বাধ্য হব আর বাংলাদেশিরা অসমে এসে বসবাস করবে। এই সংকট আমরা সবাই মিলে মোকাবিলা করতে হবে।”

Spread the News
error: Content is protected !!