বিহারে রাহুলের গালে যুবকের চুম্বন, উত্তাল ‘ভোটার অধিকার যাত্রা’
২৫ আগস্ট : বিহারে চলতে থাকা কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’ ঘিরে রবিবার তৈরি হল তীব্র বিতর্ক। আরারিয়ার পথে বাইক র্যালির মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গালে আচমকাই এক যুবক চুম্বন করায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুহূর্তেই কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষীরা ওই যুবককে চড় কষিয়ে সরিয়ে নেন। তবে এই ঘটনায় শুধু উত্তেজনাই ছড়ায়নি, সেই সঙ্গে প্রশ্ন উঠেছে রাহুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
জানা গিয়েছে, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ণিয়া জেলায়, যখন রাহুল ও আরজেডি নেতা তেজস্বী যাদবকে সামনে রেখে ধীর গতিতে বাইক র্যালি এগোচ্ছিল। রাস্তার দু’পাশে জমে থাকা ভিড়ের মধ্যেই হঠাৎ এক লাল জামা পরা যুবক রাহুলের বাইক থামিয়ে এগিয়ে আসেন। অপ্রস্তুত রাহুল কিছু বোঝার আগেই যুবকটি তাঁর গালে চুম্বন করেন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলেন কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষীরা এবং ওই যুবককে সপাটে চড় কষিয়ে সরিয়ে দেন।
এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে একে হাস্যরসের চোখে দেখলেও, বিরোধীরা প্রশ্ন তুলেছেন— কীভাবে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও রাহুলের এত কাছে পৌঁছতে পারলেন ওই যুবক? কংগ্রেস নেতৃত্বের একাংশও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ভোটের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যেই গত ১৭ আগস্টে রাহুলের নেতৃত্বে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু হয়েছিল। রাহুল বারবার দাবি করেছেন, “বিহারের মানুষের ভোট চুরি হতে দেব না।” কংগ্রেসের পাশাপাশি ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য নেতারাও এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। প্রায় ১,৩০০ কিলোমিটার দীর্ঘ এই আগামী ১ সেপ্টেম্বর পাটনায় গিয়ে যাত্রা শেষ হবে।
রাজনৈতিক মহলের মতে, আগামী নির্বাচনের আগে বিহারে জনসংযোগ বাড়াতেই এই কর্মসূচি রাহুলের অন্যতম কৌশল। তবে রবিবারের ‘চুম্বন বিতর্ক’ যাত্রার মূল বার্তা ছাপিয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকে। কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই রাহুলের নিরাপত্তা আরও আঁটসাঁট করার নির্দেশ দেওয়া হয়েছে।