অগপর কৃষক পরিষদের কাছাড়ের সভাপতি মনোনীত আহমেদ সাহিদ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : অগপ দলের ভ্রাতৃ সংগঠন কৃষক পরিষদের কাছাড় জেলার সভাপতি মনোনীত হলেন আহমেদ সাহিদ বড়ভূইয়া।কৃষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি নির্দেশক্রমে ইকবাল হোসেন সভাপতির কার্যভার থেকে অব্যাহতি দিয়ে আহমেদ সাহিদ বড়ভূইয়াকে নিযুক্তি দেওয়া হয়েছে। কৃষক পরিষদের কাছাড় জেলার সভাপতি আহমেদ সাহিদ বড়ভূইয়াকে নিযুক্তি দেওয়াতে অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিনহা, কাছাড় জেলার দুই সম্পাদক মণিতন সিনহা ও সুজিত শর্মা, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী সহ অন্যান্যরা বড়ভূইয়াকে জেলা সভাপতি নিযুক্তি দেওয়াতে আগামী দল সহ স্থানীয় কৃষকদের উন্নতি ঘটবে বলে আশাবাদী।

Spread the News
error: Content is protected !!