জেলা ক্রীড়া সংস্থার উইম্যান ফুটবল ফাইনাল রবিবার, সোমবার জিবি মিটিং নিয়ে উৎকণ্ঠা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : রবিবার বেলা ৩ টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ওপেন উইম্যান ফুটবল প্রাইজ মানি টুর্নামেন্টের ফাইনাল খেলা ।  সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য এক বিবৃতিতে জানান এদিন সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি । ম্যাচে ইভিনিং ক্লাবের মুখোমুখি হবে আরকাটিপুর লিটিল গার্লস উইম্যান ফুটবল টিম। 

এদিকে,  আগামী সোমবার সন্ধ্যায় ডিএসএ-র গভর্নিং বডির বৈঠক আহ্বান করেছেন সচিব অতনু ভট্টাচার্য। তবে জানা গেছে, এবারের জিবি মিটিং ভেস্তে দিতে মরিয়া হয়ে উঠেছেন সংস্থার একাংশ কর্মকর্তা । তারা বিজিএম করাতে মোটেও রাজি নন। অথচ সচিব অতনুবাবু এবারের জিবি মিটিংয়ে সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) নিয়ে আলোচনা করার বিষয়টি অন্যতম অ্যাজেন্ডা হিসেবে নিয়ে এসেছেন। মজার ব্যাপার হল, যারা বিজিএম করিয়ে নতুন কমিটির সঙ্গে কাজ করতে চাইছেন না, তারাই আবার সচিব অতনুবাবুর অধীনেও কাজ করতে মোটেই আগ্রহী নন। এতে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, ডিএসএ-র খেলাধুলার সার্বিক উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করার লোক এখন শিলচর ডিএসএ-তে আর নেই। কেমন যেন আখের গোছাতে ব্যস্ত। এনিয়েই কেবল  টেনশন আর টেনশন। এই মানসিকতার গঠনমূলক সমালোচনা করার লোকের‌ও বড্ড অভাব দেখা দিয়েছে রাজ্যের অন্যতম এই জেলা শহরে। তাই স্বাভাবিকভাবেই এবারের জিবি মিটিংয়ে উৎকণ্ঠার পারদ চড়ছে।

Spread the News
error: Content is protected !!