রক্ষকই ভক্ষক! পোস্টমাস্টার উধাও, আমানতকারীদের ৫০ লক্ষ টাকা গায়েবের অভিযোগ
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : যেখানে বিশ্বাসই একমাত্র পুঁজি, সেখানেই ঘটল চরম বিশ্বাসঘাতকতা। ত্রিপুরার ধলাই জেলার কমলপুরের বাঘাইছড়ি ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্টমাস্টার জেবি দেববর্মা প্রায় ৭ শতাধিক আমানতকারীর প্রায় ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। যাঁদের অধিকাংশই দিনমজুর বা রাবার শ্রমিক, তাঁদের তিল তিল করে জমানো সঞ্চয় হারিয়ে আজ তাঁরা সর্বস্বান্ত।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুক্রবার শতাধিক ক্ষুব্ধ ও অসহায় আমানতকারী কমলপুর সাব-পোস্ট অফিসে ছুটে আসেন। তাঁরা পোস্টমাস্টার নকুল বিশ্বাসের সাথে দেখা করে তাঁদের দুর্দশার কথা জানান এবং ডাক বিভাগের তেলিয়ামুড়া ডিভিশনের ইন্সপেক্টরের উদ্দেশ্যে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। আমানতকারীরা এদিন কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁরা কেউ শ্রমিকের কাজ করে, কেউবা রাবার বাগানে খেটে পাওয়া সামান্য আয় থেকে ভবিষ্যতের জন্য টাকা জমিয়েছিলেন পোস্ট অফিসে। সরকারি প্রতিষ্ঠানের উপর অগাধ বিশ্বাস রেখেই তাঁরা তাঁদের সারা জীবনের সঞ্চয় গচ্ছিত রেখেছিলেন। কিন্তু সেই রক্ষকই যে ভক্ষক হয়ে উঠবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।
কমলপুর সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার নকুল বিশ্বাস জানান, পদাধিকারবলে এই বিষয়ে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তবে তিনি আমানতকারীদের অভিযোগপত্রটি অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই নজিরবিহীন ঘটনায় গোটা কমলপুর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।