ময়নাতদন্তের পর ফের দাফন ইমরানকে, ছয়জনকে অভিযুক্ত করে মামলা

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : দ্বিতীয়বার দাফন হল ইমরান হোসেন বড়ভূইয়ার মৃতদেহ। শুক্রবার বিকেলে শিলচর মেডিক্যাল কলেজ থেকে ইমরানের দেহ তার বাড়িতে পৌঁছায় এবং এরপর দ্বিতীয় দফায় তাকে দাফন করা হয়। বিকেল তিনটার দিকে ইমরানের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছানোর পর, কোনও ধরনের জানাজার আয়োজন ছাড়াই সরাসরি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। এই শোকযাত্রায় যোগ দেন কয়েকশ মানুষ। ১০ দিন আগে যে কবরে তাকে প্রথম দাফন করা হয়েছিল, ঠিক সেই কবরের পাশেই নতুন করে আরেকটা কবর তৈরি করে তাকে দ্বিতীয়বার সমাহিত করা হয়। দাফনের পর এক মর্মস্পর্শী মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে অগণিত মানুষ কেঁদে ওঠেন এবং ইমরানের আত্মার মাগফেরাত কামনা করেন। খুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে কবর থেকে ইমরানের লাশ তোলা হয় ময়নাতদন্তের জন্য।

এ দিকে, এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা ধলাই। উঠছে দোষীদের ফাঁসির দাবি। উল্লেখ্য়, গত ১০ আগস্ট রহস্যজনকভাবে মৃত্যু হয় রাজনগর-খুলিছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার। প্রথমে হৃদরোগে মৃত্যু বলে প্রচার করা হলেও পরিবারের সন্দেহ ঘনীভূত হতে থাকে। ইমরানের ভাই নাগিব আহমেদ বড়ভূইয়ার প্রচেষ্টায় তার স্ত্রী রিনা বেগম এবং তার প্রেমিক বিজু আহমেদ লস্কর (বশিরুজ্জামান)-এর মধ্যেকার আপত্তিকর কথোপকথন ফাঁস হয়। নাগিব আহমেদ বড়ভূইয়া ইতিমধ্যে ইমরানের স্ত্রী রিনা বেগম, স্ত্রীর প্রেমিক বিজু আহমেদ লস্কর, শ্বশুর বাবুল উদ্দিন লস্কর, শ্যালক সাদিক আহমেদ লস্করসহ মোট ছয়জনের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Spread the News
error: Content is protected !!