শনিমন্দির চুরির ঘটনায় জড়িত অনিক দাসের বাবার চরমপন্থা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : শিলচরের শনিমন্দির চুরির ঘটনায় জড়িত অভিযুক্ত অনিক দাসের বাবা অজিত দাস চরমপন্থা বেছে নিলেন। বৃহস্পতিবার সকালে চালতাবস্তি এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে অনিক দাসের বারবার চুরি-ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপমান সহ্য করতে না পেরে তিনি এই চরম পদক্ষেপ নেন। প্রথমে এক বিশ্ববিদ্যালয় ছাত্র মৃতদেহটি দেখতে পেয়ে আসাম বিশ্ববিদ্যালয় পুলিশ আউটপোস্টে খবর দেন।
উল্লেখ্য, অনিক দাস ১৭ আগস্ট ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনিমন্দির থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এর আগে জেল থেকে মুক্তি পেয়েই ১৬ আগস্ট সে পুনরায় এই অপরাধ সংঘটিত করে।
অজিত দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

