উজানগ্ৰামে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি পাল্টি খেয়ে নদীর ধারে গড়িয়ে পড়ল
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : গ্যাস সিলিন্ডার বোঝাই লরি পাল্টি খেয়ে নদীর ধারে গড়িয়ে পড়ল। দুর্ঘটনাটি ঘটে ছেচরি গনিরগ্ৰাম সড়কের উজানগ্ৰামে। বেহাল সড়কের দরুন নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বোঝাই লরি সোজাসুজি বরাক নদীর তীরে পড়ে। অল্পের জন্য নদী গর্ভে তলিয়ে যেত লরি। বরাতজুরে রক্ষা পায় চালক।
স্থানীয়রা ক্ষোভের সুরে জানান, বিগত ৮/১০ বছর ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও নীরব ভূমিকায় বিধায়ক মিসবাহুল সহ বিভাগীয় কর্তৃপক্ষ। যার ফলে এই সড়কে বারবার দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। বিশেষ করে, উজানগ্ৰাম এলাকায় অর্ধেক সড়ক বরাক নদীর করাল গ্রাসে পড়ে আছে। স্থানীয় জনগণ চাঁদা সংগ্রহ করে মাটি ভরাট করলেও ভাঙন প্রতিরোধ সমস্যা দুর করা সম্ভব হয়নি। এবার এই জায়গায় ঘটল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এতে ক্ষোভের পারদ বেড়ে যায়।