৩১শে নেতাজির মূর্তি উন্মোচন, মঙ্গলবার প্রবন্ধ প্রতিযোগিতা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : ২৪ নয় ৩১ আগস্টই বসছে রাঙ্গিরখাড়িতে নেতাজির মূর্তি। অনিবার্য কারণে তারিখ পরিবর্তন করা হয়। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তির বহুল প্রতীক্ষিত উদ্বোধন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা সহ এ কথা জানায়।
রবিবার গান্ধী ভবন লাইব্রেরিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, আগামী ১৯ আগস্ট শিলচর ডিএসএ-তে প্রবন্ধ রচনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় নিবন্ধন শুরু হবে এবং প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায়।
এর আগে, ৭ আগস্ট কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় প্রাথমিক স্তরের প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে কাছাড় জেলার ২১৪টি স্কুল, শ্রীভূমির ২৫টি স্কুল এবং হাইলাকান্দির ১৫টি স্কুলের প্রায় ৫৫,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। ঐ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা এবার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মূর্তির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “নেতাজির মূর্তি মাইসোর থেকে এসে পৌঁছেছে এবং আমরা অবিরামভাবে পাদদেশের কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই তৃতীয় ধাপটি বসানো হয়েছে।” আগামী ৩১ আগস্ট বিকেল ৪টায় মূর্তির মহা উন্মোচন অনুষ্ঠিত হবে। এদিন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূর্তির নির্মাতা খ্যাতনামা ভাস্কর অরুণ যোগীরাজ ৩০ আগস্ট শিলচরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
কমিটির সহ-আহ্বায়ক উত্তম কুমার সাহা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রচেষ্টার প্রশংসা করেন এবং মূর্তি স্থাপনের প্রক্রিয়ায় যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হয়েছে তার কথা উল্লেখ করেন। তিনি সমাজের সব স্তরের মানুষকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একে সফল করে তোলার আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে কমিটির সহ-আহ্বায়ক উত্তমকুমার সাহা সদস্য নীহাররঞ্জন পাল, দেবজ্যোতি স্বামী, দেবাশিস শোম, অরিজিৎ গোস্বামী, জয়দীপ চক্রবর্তী ও শতানন্দ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।