দেশে ফিরলেন মহাকাশচারী শুভাংশু! দিল্লি বিমানবন্দরে পা রাখতেই সাদর অভ্যর্থনা

১৭ আগস্ট : অবশেষে দেশের মাটিতে পা রাখলেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhanshu Shukla)। দীর্ঘ ১ বছর পর ভারতে ফিরলেন তিনি। রবিবার ভোরে দিল্লি (Delhi) বিমানবন্দরে অবতরণ করেন শুভাংশু। বিমানবন্দরেই শুভাংশুকে স্বাগত (Grand welcome) জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরোর কর্মকর্তারা। শুভাংশুকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরেও জাতীয় পতাকা হাতে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক জনতা। অনেকেই শুভাংশুর দেশের ফেরার এই মুহূর্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন।

এবার নিজের পরিবারের সঙ্গে দেখা করতে লখনউতে যাবেন শুভাংশু। শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গেও তিনি দেখা করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২২-২৩ অগাস্ট দিল্লিতে জাতীয় মহাকাশ দিবসেও অংশ নেওয়ার কথা শুভাংশুর।

উল্লেখ্য, চলতি বছরের জুনে শুভাংশু সহ ৪ জনের একটি দল ‘অ্যাক্সিওম-৪’ অভিযানের জন্য মহাকাশের উদ্দেশে রওনা দেয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১৮ দিন কাটিয়ে গত ১৫ জুলাই পৃথিবীতে ফেরেন শুভাংশুরা। মূলত বর্তমানে গগনযান অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারত। ২০২৭ সালে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। সেটিরই অঙ্গ হিসেবে ‘অ্যাক্সিওম-৪’ অভিযানে যোগ দিয়েছিলেন শুভাংশু। ইতিমধ্যেই বহুল প্রত্যাশিত গগনযান মিশনের জন্য শুভাংশুর প্রশিক্ষণ শুরু করার প্রস্তুতি চলছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!