সদরঘাট সেতু থেকে মরণঝাঁপ  মহিলার, উদ্ধার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : শিলচর সদরঘাটের পুরনো সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেন ৪০ উর্ধ্ব এক মহিলা। ঘটনাটি দেখে সেতুর উপর পথচারীরা ভিড় জমান, সেখান থেকে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এসে অচেতন অবস্থায় মহিলাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, মহিলার নাম স্বাগতা পাল স্বামী সুবিরচন্দ্র পাল বাড়ি শিলচর জানিগঞ্জ এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্রে প্রকাশ এই মহিলা নাকি মানসিক রোগে আক্রান্ত ছিলেন, ঘটনার ঘণ্টা দেড়েক আগে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে ঘটনার মূল কারণ জানা যায়নি। এখনও, খবর লেখা পর্যন্ত পরিবারের সদস্যদের উপস্থিতিতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে ।

Spread the News
error: Content is protected !!