আগের সরকারের আমলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নড়বড়ে ছিল : পরিমল

ধলাইয়ে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন ও শিলান্যাস

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ধলাই বিধানসভা কেন্দ্রের শ্যামাচরণপুর জিপির ৩৪৯ নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন এবং একটি নতুন মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস করা হয়েছে। সোমবার সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক নীহাররঞ্জন দাস ফিতা কেটে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে জামালপুর হাইস্কুলে একটি সভার আয়োজন করা হয়। সভায় সাংসদ ও বিধায়ক উভয়েই শিশুদের ভবিষ্যৎ গঠনে অঙ্গনবাড়ি কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে বলেন, “সমাজের সম্পদ অর্থাৎ শিশুদের জীবনের পথ এই কেন্দ্র থেকেই শুরু হবে। তাই এখানে যাতে সঠিক পরিচর্যা হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।” তিনি আরও বলেন, শৈশবে যদি ভালো সংস্কারের সঙ্গে শিক্ষা দেওয়া যায়, তবেই একটি শিশু দেশের ভবিষ্যৎ গড়তে পারে। তিনি জানান, আগের সরকারের আমলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নড়বড়ে অবস্থায় ছিল, কিন্তু বর্তমান সরকার শিশুদের সুরক্ষা ও ভালো পরিবেশের কথা চিন্তা করে ২৫ লক্ষ টাকা ব্যয়ে মডেল অঙ্গনবাড়ি তৈরি করছে।

আগের সরকারের আমলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নড়বড়ে ছিল : পরিমল

বিধায়ক নীহাররঞ্জন দাস তার বক্তৃতায় বলেন, “একটি শিশু কেবল আগামী দিনের ভবিষ্যৎ নয়, বরং আমাদের সম্পদ।” তিনি এই সম্পদকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সরকারের এই বিশেষ প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং সরকারের এই উদ্যোগকে সফল করতে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর শিক্ষা বিকাশের পরিবর্তন এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষার বিকাশের প্রশংসা করেন।

আগের সরকারের আমলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নড়বড়ে ছিল : পরিমল

সভায় সভাপতি পৃথীশচন্দ্র দাস বলেন, “আগেকার দিনে সবচেয়ে জরাজীর্ণ যে ঘরটি দেখা যেতো, তা ছিল স্কুল। আর আজকের দিনে সবচেয়ে সুন্দর ভবনটি হলো বিদ্যালয়।” তিনি আরও বলেন, অঙ্গনবাড়ি কেন্দ্র থেকেই শিক্ষার আলো প্রস্ফুটিত হয় এবং এর জন্য শুধু অঙ্গনবাড়ি কর্মীদের নয়, অভিভাবক সহ সমাজের সকলের সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় আধিকারিক সিদ্ধার্থ ভট্টাচার্য এবং নরসিংপুর সিডিপিও নবভূষণ শর্মা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সদস্য ভূষণ পাল ও সিতাংশু দাস, ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এদিন পৃথকভাবে আরও দুইটি অনুষ্ঠানের মাধ্যমে পানিভরা ৩৪০ নং মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন এবং ২৪৩ নং শ্যামাচরণপুর কলোনি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস করেন সাংসদ ও বিধায়ক।

Spread the News
error: Content is protected !!