শিলচর বাইপাসে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারালো সৈদপুরের যুবক
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : শিলচর বাইপাসে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারালো এক যুবক। রবিবার রাত সাড়ে সাতটার দিকে স্কুটি নিয়ে সৈদপুর বাড়ি আসার সময় বাইপাসে নির্মীয়মাণ জেলা কমিশনার কার্যালয়ের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান পিনাক রায় নামে যুবক। তার স্কুটি একেবারে চুরমার হয়ে যায়।
বছর কুড়ির পিনাক রায় সৈদপুরের বীরেন্দ্র রায়ের (চান্দু) একমাত্র ছেলে। সোমবার ময়নাতদন্তের পর দেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং এদিনই অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়। ধারনা করা হচ্ছে কোন টিপার বা লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি তদন্ত করে ঘাতক গাড়ি আটক করার দাবি জানান স্থানীয়রা।