নিখোঁজ শিশুকে খোঁজতে গিয়ে দার্বিতে জনতার হাতে আটক তিন ব্যক্তি, উৎকণ্ঠায় পরিবার
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : নিখোঁজ শিশুকে খোঁজতে গিয়ে জনতার হাতে আটক হতে হল তিনজন লোককে। শেষে পুলিশের কাছে সমঝে দেয় স্থানীয়রা। এমন এক অদ্ভুত ঘটনা ঘটল দার্বি বাগানে। জানা যায়, ধোয়ারবন্দের বাসিন্দা দিলীপ রী-র দ্বিতীয় ছেলে দেবজিত রী রবিবার সকাল ১১টা থেকে সন্ধানহীন। ধোয়ারবন্দে থানার অধীন যোগীরবন্দ এলাকার স্কুল পড়ুয়া শিশু দেবজিতের কোন সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দারস্থ হন দিলীপ।
এদিকে, খোঁজাখুঁজি করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জানান সকালে তাদের পাশে থাকা ভাড়াটে লোকটার সঙ্গে যেতে দেখেছেন। এরপর ভাড়াটের মালিক নিয়ে সন্ধ্যায় স্বপন বাউরি, সন্তোষ আকুড়া ও গৌরা সবর দার্বি বাগানের দিকে রওয়ানা দেন। ওর বাড়ি থেকে লোকটাকে ধরে আনার সময় পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকরা জড়ো হন। সেখানকার জনগণ ভুল বুঝে তাদের আটকে রেখে ধলাই পুলিশের হাতে তুলে দেয়। সূত্রে জানা যায়, ওই লোকটা নানা অসামাজিক কার্যকলাপে লিপ্ত। একদিকে ছেলেটি সন্ধানহীন অন্যদিকে তাঁর সন্ধানে বেরুনো লোকদের পুলিশ আটকে রাখার ঘটনায় ধোয়ারবন্দ এলাকার জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে।
দিলীপ রী এসইউসিআই ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির অন্যতম সদস্য।
দলের ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ জানান, ছেলেটিকে খুজে বের করতে তারা বারবার থানায় উপস্থিত হয়ে পুলিশকে চাপ দিচ্ছেন এবং এর সঙ্গে যুক্ত অপরাধীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছেন। কিন্তু পুলিশ এখনও ছেলেটিকে বের করতে পারেনি। এদিকে দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী, দুলালী গাঙ্গুলি এবং হিল্লোল ভট্টাচার্য ধলাই থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে ছেলেটিকে খুজে বের করতে যাওয়া দলের তিন সদস্য যথাক্রমে স্বপন বাউরি, সন্তোষ আকুড়া ও গৌরা সবরকে অবিলম্বে ছেড়ে দিতে আবেদন করেন পাশাপাশি পুলিশের হাতে বন্দী অপর দুই অভিযুক্তের কাছ থেকে আসল রহস্য বের করার দাবি জানান। ভবতোষ চক্রবর্তী দাবি করেন পুলিশ যাতে হারিয়ে যাওয়া ছেলেটিকে দ্রুত খোঁজে বের করতে জোরদার অভিযান অব্যাহত চালায় অন্যথায় দলের পক্ষ থেকে জনগণকে সঙ্গে নিয়ে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।