অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির বার্ষিক রাজ্য সম্মেলন
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সেন্ট্রাল জোনের অষ্টাদশ বার্ষিক রাজ্য সম্মেলন। প্রতিবছরের মতো এ বছরও সম্মেলনে সংগঠনের বিভিন্ন শাখা থেকে প্রতিনিধি, সদস্য ও কর্মীরা উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কার্যকর্তারা। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা যোগ দেন এই সম্মেলনে। অতিথিরা সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এবং দৃষ্টিহীনদের অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন। সম্মেলনে তাদের বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান। শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য ক্ষেত্রে সাফল্য অর্জনকারী দৃষ্টিহীন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।