অল ইন্ডিয়া প্যারা টিটিতে চ্যাম্পিয়ন শিলচরের বিপ্রজিৎ
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজিত হওয়া অল আসাম পঞ্চম পারস্পোর্টস চ্যাম্পিয়ন হলেন শিলচর প্যারা প্যাডলার বিপ্রজিৎ দেব। বিপ্রজিত দেব ফাইনালে হারিয়েছে কামরূপ জেলার সন্দীপ ভূঁইয়াকে ৩-১ ব্যবধানে। এই প্যারা টিটি খেলাটির সূচনা হয়েছিল আগস্ট।

বিপ্রজিত শিলচর ডিএসএ-র টেবিল টেনিস অ্যাকাডেমির প্রশিক্ষনার্থী। বিপ্রজিতের সাফল্যে গর্বিত অ্যাকাডেমির দুই কোচ পার্থ দেব এবং আইটিটিএফ, পিটিটি লেভেল ওয়ান কোচ শুভাশিস চক্রবর্তী।বিপ্রজিৎতের জয়ে উভয়েই কোচ তাকে আগামী দিনে অলিম্পিকে দেখার আসা প্রকাশ করেছেন।