শিলচরে জেলা সড়ক সুরক্ষা সচেতনতা অভিযান রোটারি গ্রেটারের

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিলচরের ক্যাপিটাল পয়েন্টে কাছাড় জেলা সড়ক সুরক্ষা কমিটির সহযোগিতায় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে এক বিশেষ সড়ক সুরক্ষা সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। মাসব্যাপী জেলা সড়ক সুরক্ষা সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা সড়কে নিরাপদ চলাচলের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে সড়ক দুর্ঘটনা রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব, রোটারিয়ান ডাঃ জুরি শর্মা, রোটারিয়ান ডাঃ আরপি বানিক, রোটারিয়ান অরিজিৎ বিশ্বাস, রোটারিয়ান দিলীপ বিনায়ক, রোটারিয়ান প্রমোদ বাকলিওয়াল ও রোটারিয়ান ডাঃ ঋচা দত্ত। তারা মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্য হেলমেট ব্যবহার এবং গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরিধানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংঘের সাধারণ সম্পাদক দিলু দাস ও প্রকল্প সমন্বয়ক রোহিত দাস পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সড়ক সুরক্ষা সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করেন। প্রচারপত্রে উল্লেখ করা হয়—হেলমেট ও সিটবেল্ট ব্যবহার জীবন রক্ষার ঢাল, গতিসীমা মেনে চলা উচিত, মদ্যপ অবস্থায় ও মোবাইল ব্যবহার করে গাড়ি চালানো প্রাণঘাতী, ট্রাফিক সিগন্যাল ও নিয়ম মেনে চলা সবার দায়িত্ব, বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রতি বছর প্রায় ১.৫ লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, যার বড় অংশই হেলমেট বা সিটবেল্ট না পরার কারণে। অসমেও প্রতি বছর হাজারো মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হন।

রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি ডাঃ রজত দেব বলেন, “আমরা চাই এই সচেতনতা অভিযানের মাধ্যমে মানুষের মনে সড়ক নিরাপত্তা নিয়ে স্থায়ী প্রভাব ফেলতে।” জেলা সড়ক সুরক্ষা কমিটির পক্ষে নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস জানান, এই মাসব্যাপী অভিযান জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হবে এতে জেলা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে অংশগ্রহণ করতে অনুরোধ করেন।

Spread the News
error: Content is protected !!