বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী: মানিক সরকার

৯ আগস্ট : যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই সকল রাজ্যে ক্ষমতা দখলের পাশাপাশি যে সকল রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সকল রাজ্যে ক্ষমতায় টিকে থাকার জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র নামে চক্রান্ত শুরু করেছে। এর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর বিরুদ্ধে পথসভায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করার দাবিতে আজ রাজধানীতে মিছিল ও সভা সংগঠিত করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। এইদিন মেলারমাঠস্থিত সিপিআইএম অফিসের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শকুন্তলা রোডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সভা। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা।

এইদিনের সভায় ভাষণ দিতে গিয়ে মানিক সরকার কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বিহারের পর যে সকল রাজ্যে নির্বাচন রয়েছে সেখানেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী করা হবে। তার মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে সাহায্য করা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া ব্লক। ১১ আগস্ট ঐক্যবদ্ধ ভাবে ইন্ডিয়া ব্লক দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। পাশাপাশি আগামিদিনের কর্মসূচি ঘোষণা করা হবে। গোটা দেশব্যাপী নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে বিজেপি, অভিযোগ করেন তিনি।
খবর : জাগরণ ত্রিপুরা ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!