দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, লালঘরে প্রধানশিক্ষক
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : জঘন্য কাণ্ড ঘটিয়ে শ্রীঘরে ঠাঁই হল এক প্রধানশিক্ষকের। এই জঘন্য কাণ্ডে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করলেন। প্রধানশিক্ষকের যৌন লিপ্সার শিকার হয়ে ছয়মাসের অন্তঃসত্ত্বা দশম শ্রেণির এক ছাত্রী। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
ধৃত প্রধানশিক্ষকের নাম নিরন নেওগ, তিনি লখিমপুরের গড়মুর জনজাতি হাইস্কুলের প্রধানশিক্ষক। টিউশনের ফাঁদ পেতে ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তার এই কুকর্মে নিন্দার ঝড় উঠেছে।