শিলচর পুর নিগমের উদ্যোগে সরকারি বিভাগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শিলচরে

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : “স্বচ্ছতা হি স্বতন্ত্রতা”—এই জাতীয় থিমকে সামনে রেখে শুক্রবার শিলচরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয় শিলচর পুর নিগম এবং সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম-এর যৌথ উদ্যোগে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই অভিযানের উদ্দেশ্য ছিল সরকারি ও জনসাধারণের ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে পরিষ্কার করে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।

এই বিশেষ অভিযানটি অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গন (ডি.সি. অফিস), গভর্নমেন্ট গার্লস স্কুল, জেলা তথ্য ও জনসংযোগ বিভাগ , আদালত চত্বর, জেলা নির্বাচন অফিস, বনবিভাগের কার্যালয় (ডিএফও অফিস), ও জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। প্রত্যেকটি বিভাগেই  সুশৃঙ্খলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও পরিবেশ সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

অভিযানে কাজ করেন শিলচর পৌর নিগম এবং সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মীরা। পাশাপাশি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংকের ১০ জন স্বেচ্ছাসেবক এবং এ.এল.এফ. (মা জননী সমাজ সেবা)-র ৮০ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও নিলাম্বারী স্বনির্ভর গোষ্ঠী, মা দুর্গা স্বনির্ভর গোষ্ঠী, সাক্ষী স্বনির্ভর গোষ্ঠী, ও পদ্মনগর উন্নয়ন সমিতি-সহ একাধিক স্বনির্ভর গোষ্ঠী অভিযানকে সফল করতে মাঠে নামেন। সমাজসেবী রাজীব কুমার-এর মতো সচেতন নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শিলচর পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি  সিং এক বিবৃতিতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সরকারি বিভাগগুলি পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, এটি প্রশাসনের শৃঙ্খলা ও দায়িত্ববোধের পরিচায়ক। এমন উদ্যোগগুলি শুধুমাত্র স্থানবিশেষ পরিষ্কার করেই শেষ নয় এগুলি আমাদের দৈনন্দিন অভ্যাসে রূপ নেওয়া উচিত।”

এই অভিযানে শুধুমাত্র পরিচ্ছন্নতার কাজ নয়, বরং অফিস কর্মচারীদের মধ্যে স্থায়ী পরিচ্ছন্নতা চেতনা গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়। প্রতিটি দপ্তরে ‘স্বচ্ছতা হি স্বতন্ত্রতা ’ স্লোগান সম্বলিত ব্যানার লাগানো হয়, যা এ অভিযানের মূল বার্তাকে সামনে তুলে ধরে।

পুর নিগম সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে নিয়মিতভাবে অন্যান্য ওয়ার্ড ও প্রতিষ্ঠানে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শহর জুড়ে একটি স্থায়ী পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা যায়।

জনসাধারণের মধ্যে এই অভিযানের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক হয়েছে। অনেকেই অফিসে প্রবেশ করেই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পৌর নিগমের এমন পদক্ষেপকে স্বাগত জানান। প্রশাসনের মতে, এই অভিযানের মাধ্যমে নাগরিকদের মনে দায়িত্ববোধ জাগ্রত হয়েছে এবং এটি ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সচেতনতায় রূপ নেবে।

এ দিনের অভিযানে প্রমাণিত হয়েছে, পরিচ্ছন্নতা শুধু একটি দিনে সীমাবদ্ধ নয়  এটি একটি অভ্যাস, একটি দায়িত্ব। আর যখন প্রশাসন এবং নাগরিক সমাজ একসাথে এগিয়ে আসে, তখন সত্যিই স্বচ্ছতা হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক।

Spread the News
error: Content is protected !!