হঠাৎ অসুস্থ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বিকেলে আগরতলা রেলস্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সে-সময় তিনি ধর্মনগরে নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
তাৎক্ষণিকভাবে তাঁকে হাঁপানিয়াস্থিত টিএমসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার স্বার্থে তাঁকে আইএলএস (ILS) হাসপাতাল একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়।

হঠাৎ অসুস্থ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

অধ্যক্ষের অসুস্থতার খবর পেয়েই ছুটে আসেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি টিএমসি হাসপাতালে উপস্থিত হয়ে অধ্যক্ষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক মহল এবং রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বর্তমানে অধ্যক্ষের চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে রয়েছেন বলে খবর।

Spread the News
error: Content is protected !!