শ্রীভূমিতে সায়েন্স রিচার্স ইনস্টিটিউট স্থাপনে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সকাশে সাংসদ কণাদ
৭ আগস্ট : বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় সায়েন্স রিচার্স ইনস্টিটিউট (বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান) স্থাপনে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং সকাশে যান রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় এই মন্ত্রীর সঙ্গে দেখা করে বরাক উপত্যকায় বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন তিনি। এসম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি চিঠিও তুলে দেন সাংসদ।
ক’দিন আগেই শ্রীভূমি জেলার কজন বিশিষ্ট শিক্ষাবিদ বিজ্ঞান গবেষণা কেন্দ্র শ্রীভূমি জেলায় স্থাপনের দাবিতে সাংসদ কণাদ পুরকায়স্থকে একটি স্মারক পত্র তুলে দেন। এরই প্রেক্ষিতে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সকাশে গিয়ে বিষয়টি তুলে ধরেন সাংসদ কণাদ। তিনি উল্লেখ করেন যে বরাক উপত্যকায় জাতীয় স্তরের বিজ্ঞান গবেষণার পরিকাঠামো নেই। যদিও এই অঞ্চলে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্ভাবনের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে।এই উপত্যকার শ্রীভূমি জেলার জৈববৈচিত্র্য, ভৌগোলিক গুরুত্ব উল্লেখ্যযোগ্য।
উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ খুঁজছেন এমন উচ্চাকাঙ্ক্ষী তরুণ জনগোষ্ঠীর এক অনন্য মিশ্রণ প্রদান করে। শিক্ষাগত প্রাণবন্ততা এবং প্রতিবেশী উত্তর-পূর্ব রাজ্যগুলির সান্নিধ্য সত্ত্বেও, এই অঞ্চলে উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন একটি প্রতিষ্ঠানের অভাব রয়েছে। শ্রীভূমিতে একটি বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট স্থাপন কেবল এই অঞ্চলের বৈজ্ঞানিক সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করবে না বরং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় সংহতির জন্য একটি অনুঘটক হিসেবেও কাজ করবে। এই ধরনের একটি ইনস্টিটিউট স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতা করতে পারে। জীববৈচিত্র্য, কৃষি, পরিবেশ এবং শক্তির ক্ষেত্রে অঞ্চল-নির্দিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করতে এধরণের প্রতিষ্ঠান আবশ্যক। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শ্রীভূমিতে এই ধরণের একটি ইনস্টিটিউট স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানান সাংসদ।