সোনাইয়ে সেমির শেষ দল ধনীপুর
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : সোনাই ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমি ফইনালে স্থান করে নিল ধনীপুর এফসি। বৃহস্পতিবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে তারা ৪-২ গোলে হারায় বাজাজ ফাইনান্সকে। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত খেলায় জোড়া গোল করেন ধনীপুর এফসির রামকুম। ম্যাচে প্রথম গোল করেন ৬ মিনিটে ধনিপুর এফসির ম্যাথিউ। খেলার দশ মিনিটেই সমতায় ফিরে বাজাজ ফাইনান্স। সমতায় নিয়ে আসেন মজেশ। ১২ ও ১৫ মিনিটে দু’টি গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে রাখেন ধনিপুর এফসির রামকুম। দ্বিতীয়ার্ধে বাজাজ ফাইন্যান্সের শোমা একটি সঠিক গোল করে ব্যবধান কমান। তিনি ৩৭ মিনিট ধনীপুরের জাল কাঁপান। কিন্ত ৪৪ মিনিটে মেহাম্বা একটি গোক করলে ৪-২ ব্যবধানে জয়ী সেমির শেষ দল হিসেবে ছাড়পত্র অর্জন করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রামকুম। তাঁর হাতে ম্যান অব ম্যাচ রবিজুল হক স্মৃতি পুরস্কার তুলে দেন সোনাই পুরসভার সদস্য নুর আহমেদ বড়ভূইয়া এবং এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর। এ দিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, ইজাজা আহমেদ, শঙ্কর ভট্টচার্য ও সাহিদ চৌধুরী। আগামীকাল প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিতে মারিয়া এফসি ভাগা ও রিপন এফসি (সোনাই আঞ্চলিক) মুখোমুখি হবে।
দ্বিতীয় সেমি ফাইনাল খেলবে ধনীপুর এফসি সঙ্গে ইলেভেন ব্রাদার্স সোনাই।