মেঘালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাহন, মৃত্যু পাঁচ জনের
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। প্রাপ্ত তথ্য অনুসারে, রবিবার রাতে শিলচর-ডাওকি সড়কে একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে ওই পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনার বিবরণ অনুযায়ী, রাতে চলন্ত অবস্থায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ৪০ নম্বর জাতীয় সড়কের রংগাইন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয় এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গাড়িটি শিলং থেকে পাইনেউরছলা যাচ্ছিল। কিন্তু দুর্বল দৃশ্যমানতা এবং সড়কের পাশে গার্ডওয়াল না থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন জাতীয় সড়কের একাংশের কাছেই এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ২০২৩ সাল থেকে ওই সড়কের নির্মাণকাজ চলছে।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, রাত প্রায় ৯-০২ মিনিটে একজন পথচারী তাদের তথ্য দেন যে ৪০ নম্বর জাতীয় সড়কের রংগাইন এলাকায় একটি গাড়ি খাদে পড়ে গেছে। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর ছিল ML05-U-4926। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।