জলে টইটম্বুর সড়ক ও উন্মুক্ত নালা, চামড়াগুদামে বাইক নিয়ে নালায় চালক
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : সারাদিন বৃষ্টি! জলে টইটম্বুর সড়ক ও উন্মুক্ত নালা। কোথায় কী বোঝা বড় দায়। আর এই অবস্থায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা শিকার হলেন এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শিলচরের চামড়াগুদাম দরগা মসজিদের সামনে। প্রবল বর্ষণের মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উন্মুক্ত ড্রেনে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বৃষ্টির কারণে রাস্তা ও ড্রেনের মধ্যে কোনও তফাত বোঝা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে বাইক নিয়ে ড্রেন পড়ে যান চালক।

দুর্ঘটনার পর স্থানীয়রা তৎপর হয়ে বাইক আরোহীকে উদ্ধার করেন। গুরুতর আহত না হলেও তিনি কিছুটা আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ড্রেনগুলির উপরে ঢাকনা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে, অথচ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই দ্রুত মেরামতি ও রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন।