ধলাইয়ে সমজেলা কার্যালয় উদ্বোধন ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি সভা
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : আনন্দঘন উত্তেজনার আবহে এবারের আগস্টে ধলাই সাক্ষী হতে চলেছে দুই ঐতিহাসিক মুহূর্তের, বহু প্রতীক্ষিত সমজেলা আয়ুক্তের কার্যালয় উদ্বোধন এবং ৭৯তম স্বাধীনতা দিবসের মহা উদযাপন। শনিবার ধলাই থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাসের সভাপতিত্বে, দুই অনুষ্ঠানের সুসমন্বিত রূপরেখা তৈরি করা হয়।
বৈঠকের শুরুতে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত হেমাঙ্গ নবীস উপস্থিত সকল দপ্তর প্রধান ও কর্মকর্তাদের আন্তরিক অভ্যর্থনা জানান। সহকারী আয়ুক্ত নেইহাট হালই আগের বৈঠকের কার্যবিবরণী উপস্থাপন করেন এবং পরে পরিকাঠামো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরবরাহ ও জনসম্পৃক্ততা নিয়ে গভীর আলোচনা হয়।
আগামী ১২ আগস্ট নির্ধারিত উদ্বোধন অনুষ্ঠানের জন্য ধলাই পিডব্লিউডিএর মাঠে ২০০০ আসনের এক বিশাল মঞ্চ তৈরি হচ্ছে, যার তদারকিতে রয়েছে লোকনির্মান (সড়ক) বিভাগ। প্রস্তুতি সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ভূষণ পাল, যার সঙ্গে রয়েছেন সিতাংশু দাস, বিধান পাল, সঞ্জয় কৈরি ও নির্মল কান্তি।
অনুষ্ঠানের মঞ্চ ও সৌন্দর্যায়নের দায়িত্ব পেয়েছেন খ্যাতনামা ডেকোরেটর দিলীপ শইকিয়া। পিডব্লিউডি (বিল্ডিং) বিভাগ অনুষ্ঠানস্থলের নির্মাণের গুণগতমান যাচাই ও অনুমোদন দেবে। জেলা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের তত্ত্বাবধানে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী ঝুমুর, ধামাইল, ডিমাসা ও বিহু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিপ্লব বিশ্বাস বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের তত্বাবধানে। প্রায় ২,০০০ মানুষের জন্য ব্যানার, পানীয় জল ইত্যাদির দায়িত্বে রয়েছে জেলা আয়ুক্ত কার্যালয়ের নাজির বিভাগ। ধলাই থানার ওসি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ পেয়েছেন। এলইডি আলোকসজ্জা ও বিদ্যুৎ সরবরাহের তদারকিতে রয়েছে এপিডিসিএল ধলাই শাখা।
ব্যক্তিগতভাবে ধলাই বিধায়ক ২,০০০ পানীয় জলের প্যাকেট প্রদানের ঘোষণা করেছেন। অতিথিদের বরণে থাকবে স্থানীয় ব্যান্ড ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মহিলারা। ধলাই-নরসিংহপুর, বড়জালেঙ্গা ও পালংঘাট ব্লকের ১৫০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করবেন। ব্লক অফিসারদের জনসচেতনতা বাড়াতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৯টায় ধলাই পিডব্লিউডি মাঠে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার নির্দেশ দেওয়া হয়েছে। অফিসে ৭:৩০টায় ও ব্যক্তিগত স্থানে ৭টায় পতাকা উত্তোলন করার কথা বলা হয়েছে।
অক্সিলিয়াম ও বিএনএমপি স্কুল পুলিশ বিভাগের সঙ্গে যৌথভাবে কুচকাওয়াজে অংশ নেবে। বিদ্যুৎ ও পানীয় জলের তদারকিতে থাকবে এপিডিসিএল ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। বন বিভাগ ব্যারিকেড ও ছাউনি তৈরির জন্য বাঁশ ও বালু সরবরাহ করবে। ধলাই BPHC-এর SDMO মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখবেন।
সফল ছাত্রছাত্রী, ক্রীড়াবিদ ও প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানাবে প্রশাসন। সংশ্লিষ্ট বিভাগগুলোকে নাম প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। এক্সাইজ বিভাগকে নিষিদ্ধ মদের বিক্রি রোধে ও ‘ড্রাই ডে’ বাস্তবায়নে নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ আগস্ট সন্ধ্যায় চূড়ান্ত পরিদর্শন করা হবে। প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করে দেশপ্রেমের বার্তা ছড়াতে অনুপ্রাণিত করার আহ্বান জানানো হয়েছে।
এই দুই অনুষ্ঠান ধলাইয়ের প্রশাসনিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করতে চলেছে। যৌথ উদ্যোগ ও নিষ্ঠার সাথে কাছাড় জেলা প্রশাসন এই কর্মসূচিকে সফল করে তুলতে প্রস্তুত।