দুষ্কৃতীদের হাতে অগ্নিদগ্ধ হওয়া কিশোরীর মৃত্যু, শোক মুখ্যমন্ত্রী

৩ আগস্ট : অবশেষে মৃত্যুর কাছে হার মানল পুরীর রাস্তায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দ্বারা অগ্নিদগ্ধ হওয়া কিশোরী। শনিবার ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, দিল্লি এইমস(AIIMS)-এ চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

গত ১৯ শে জুলাই পুরীর ভার্গবী নদীর তীরে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে প্রথমে ভুবনেশ্বরের এইমস-এ ভর্তি করা হয় এবং পরে ২০ শে জুলাই উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমস-এ স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “বালঙ্গা এলাকার মেয়েটির মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সরকারের সমস্ত প্রচেষ্টা এবং দিল্লির এইমস-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিরন্তর চেষ্টা সত্ত্বেও তার জীবন বাঁচানো সম্ভব হয়নি।” তিনি আরও বলেন, “আমি মেয়েটির আত্মার চিরশান্তি কামনা করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাঁর পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পায়।”

Spread the News
error: Content is protected !!