হাইলাকান্দির ৬৯৯৯৮ জন কৃষককে পিএম কিষানের ২০তম কিস্তি

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : হাইলাকান্দি জেলার ৬৯ হাজার ৯৫৮ জন কৃষককে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ২০তম কিস্তি হিসেবে ২ হাজার টাকা করে লাভ করেছেন। এই অর্থ সরাসরি উপকৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে। এই উপলক্ষে হাইলাকান্দি শহরের কৃষি বিভাগের কার্যালয়ের ফার্মাস ট্রেনিং হলে আয়োজিত  এক সভা  অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের উপস্থিতিতে সভায় বারাণসী থেকে দেশের প্রধানমন্ত্রীর কৃষকদের উদ্দেশ্যে কিষান সম্মান নিধির অর্থ বিতরণের দৃশ্য বড় স্ক্রিনে লাইভ টেলিকাস্ট করে দেখানো হয়।

উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে প্রতিবছর মোট ৬ হাজার টাকা তিনটি কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে ভূমিধারী কৃষকদেরকে প্রদান করা হয়। আজকের এই কিস্তি ২০তম কিস্তি। ১৯তম কিস্তিটি গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে প্রদান করা হয়। এ দিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন প্রগতিশীল কৃষক অংশ নেন।

Spread the News
error: Content is protected !!